বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল, একাত্তরেই দখলে নেয়ার দরকার ছিলো।
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিধায়ক হোজাই শিলাদিত্য দেব। সোমবার নাগাঁও শহরে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল। এ কারণে দশকের পর দশক ধরে আসামে মুসলমানদের ঢল মোকাবিলা করতে হচ্ছে।’
শুধু একথা বলেই থেমে থাকেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, ‘১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে ইন্দিরা গান্ধী ও তাঁর কংগ্রেস সরকার বড় ভুল করেছিলেন। ওই সময়ই বাংলাদেশকে ভারতের অংশ করে নেয়া হলে ভুলের মাশুলটা আদায় হতো’ এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যও করেছেন তিনি।