খানসামায় আগুনে ৩ ঘর ও ৪০ মণ রসুন পুড়ে ছাই
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে আগুন লেগে ২ পরিবারের ৩টি ঘর, ৪০ মণ রসুন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও কয়েকটি গবাদিপশু আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বালাপাড়া গ্রামের ময়মো পাড়ার মতিয়ার রহমানের ছেলে মজিদুল ও মৃত হাকিম উদ্দীনের ছেলে আবুল হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আবুল হোসেনের সাথে কথা বলে জানা যায়, গোয়ালঘরে কয়েলের আগুন হতে এর সূত্রপাত হয়েছে। গোয়ালঘরের বেড়া পাটকাঠির হওয়ায় ও উপরে রসুন ঝুলে রাখার ফলে এ আগুন দ্রুত পাশাপাশি দুটি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির পার্শ্বে কয়েকটি পুকুর থাকায় তা এলাকাবাসীর প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু রাত প্রায় ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের কম্বল বিতরণ করেন।