পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে টাকা আত্মসাৎ এর অভিযোগ
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কথা বলে মেহগনি, ঘোড়ানিম, ইউক্যালিপটাস, আকাশমনি প্রায় ২৩ টি গাছ নিয়ম বহির্ভূত ভাবে কাটার লিখিত অভিযোগ পাওয়া গেছে। একই সাথে এলজিইডি’র আওতাধীন একটি মেহগনি গাছও কাটা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নে ৭০ নং হর নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবর ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম বাবুলের বিরুদ্ধে এই অভিযোগ আনীত হয়।
সরেজমিনে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে গোপনে গাছগুলো কাটা হয়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর প্রধান শিক্ষক বাবর বিদ্যালয় মাঠে মাটি ভরাটের জন্য গাছগুলো কাটা হয়েছে বলে জানান এবং কৌশলে এই জন্য রেজুলেশন তৈরি করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতি নিয়মনীতির পরোয়া না করেই নিজ স্বার্থ হাসিলে গায়ের জোরে গাছগুলো কেটেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল জানান, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিষয়টি অন্য খাতে প্রভাবিত করছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর জানান, গাছগুলো কেটে যা অর্থ আয় হয়েছে তা দিয়ে বিদ্যালয় মাঠে মাটি ভরাট করা হচ্ছে। টাকা আত্মাসাতের বিষয়টি সঠিক নয়।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের সাথে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি বিস্তারিত তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।