টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মাদক সেবীর কারাদন্ড
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের পৌর এলাকার কান্দাপাড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মাদক সেবীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। টাঙ্গাইল র্যাব ১২সি পি সি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম ও শাহনুর জামান এর নেতৃত্বে পারদিঘুলিয়া এলাকায় এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক সেবীকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় মাটির নিচে ৩০/৩৫ লিটারের ড্রাম দিয়ে তৈরী ১৮ টি মদের হাউজ ও মদ তৈরীর অন্যান্য সরঞ্জামাদী ধ্বংস করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, টাঙ্গাইল পৌর এলাকার সাবালিয়ায় প্রয়াত রবীন্দ্র সাহার ছেলে মানিক সরকার (৪৬), ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে আব্দুস সাত্তার (২৮), গোপালপুর উপজেলার মজিদপুর গ্রামের সামসু সরকারের ছেলে দুলাল সরকার (২৮), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর আহম্মদপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শাহিন (২৬), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা আব্দুল এর ছেলে আনোয়র হোসেন (২৪) ও কলেজপাড়াস্থ কাজী লিটনের ছেলে সবুজ (৩০)।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত প্রত্যেক মাদক সেবীকে ৬ মাসের করে কারাদন্ড দেয়া হয়েছে।