ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১; আহত ১৫
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এবং আরও ১৫জন আহত হয়েছেন। গত ২৫ জুন (সোমবার) সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি মিনি ট্রাকে করে ২০/২২ জন নির্মান শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে ঘাটাইল থেকে পাশ্ববর্তী উপজেলা কালিহাতী যাচ্ছিল। মিনি ট্রাকটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে নজুনবাগ নামক স্থানে পৌছলে সামনের চাকা ফেটে গিয়ে সড়কের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই খলিলুর রহমান (৩৫) মারা যায়। সে গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে এবং আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
আহতরা হল- রমজান আলী (৪০), সাঈদ (৪০), কামাল (৩৫), হারেছ আলী (৬৫), আল-আমীন (২৫), লিয়াকত আলী (৪৫), ইজ্জতআলী (৫০), হায়দার আলী (৩৫), খায়রুল ইসলাম (২৯), বজলুল করিম (৩০), সাদেকআলী (২৯) ও শাহজাহান মিয়া (১৮)। আহত সবার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।