আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তন ব্যবহারে ভাড়া গুনতে হবে সহযোগীদের
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আওয়ামী লীগের সুপরিসর ও আধুনিক সুবিধাসম্পন্ন কেন্দ্রীয় মিলনায়তন ব্যবহারে ভাড়া গুনতে হবে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ১০ তলাবিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত এ মিলনায়তনটি। সংগঠনের বাইরে আপাতত কাউকে ভাড়া দেয়া হচ্ছে না বলে আওয়ামী লীগসূত্রে জানা গেছে।
ইতিমধ্যে দলটির পক্ষ থেকে একটি ভাড়া নির্ধারণ করে সহযোগী সংগঠনগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার সকালে ১৫ হাজার টাকা ভাড়া জমা দিয়ে কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ১৪ দল।
এ ভাড়া বিভিন্ন সংগঠনের জন্য ভিন্ন ভিন্ন। সংগঠনগুলোর আয়ের ওপর ভিত্তি করেই ভাড়ার ক্ষেত্রে পার্থক্য রাখা হয়েছে বলে জানা গেছে।
তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি, দলের সাধারণ সম্পাদকের কর্মসূচি ভাড়ার আওতামুক্ত থাকছে। ভাড়ার রশিদ থেকে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং আওয়ামী লীগের প্রত্যেক উপকমিটির বৈঠকের জন্য ভাড়া বাবদ গুনতে হবে ২৫ হাজার টাকা।
আর ১০ হাজার টাকা করে ভাড়া দিতে হবে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগকে।
এ ছাড়া সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মহিলা শ্রমিক লীগের জন্য। উৎস-যুগান্তর।