গোপালপুরে সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
কামরুজ্জামান রিপন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব, মেলা ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার সকল দপ্তরের সমন্বয়ে এ আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেয়ে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাসের সভাপত্বি এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, কৃষি অফিসার শফিকুর রহমান, সমাজসেবা অফিসার শাহাদত হোসেন, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, সমবায় অফিসার সাবিরা খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, প্রাণী সম্পদ অফিসার ডা. এজেএম সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা ও প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা বিআরডিবির মাঠে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় কৃষ্টি কালচারের সাথে সংগতি রেখে সাংস্কৃতিক উৎসবে সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র তুলে ধরা হয়।