নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ঐক্যফ্রন্টের
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আগামী ২৩ ডিসেম্বর হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তফসিল একমাস পেছানোর দাবি করেছে জোটটি।
রবিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জোটের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের ৭ দফা দাবি থেকে সরে আসছি না। আমরা ৭ দফা দাবিসহ নির্বাচনের বর্তমান তফসিল একমাস পেছানোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ের আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
জোটগতভাবে একক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে পরে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।