টাঙ্গাইলে অবৈধ গ্যাস সংযোগেরর কারনে ৪৭ চুলার সংযোগ বিচ্ছিন্ন॥
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া ও কোদালিয়া এলাকায় ১৪ নভেম্বর বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৪ টি বাসার ৪৭টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এবং সুচি রানী সাহার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড টাঙ্গাইলের সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে সাবালিয়া এলাকার ছানোয়ারা বেগম ও কোদালিয়া এলাকার মো. শাহজাহান মিয়া, জাহেদা খাতুন, মেহের আফরনের বাসায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৪৭টি অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।