এম এস ইসলাম আকাশ এর কবিতা- রেখো প্রার্থনায়
রেখো প্রার্থনায়
এম এস ইসলাম আকাশ
কঠিন কষ্টকর এক অনুভুতি
ছড়িয়ে পড়ছে দেহ মনে,
অব্যক্ত বেদনার নীল নীলিমা
ঢেউ তুলছে হৃদয়ে সন্তর্পণে।
একেএকে নিভছে আলোর ধারা
অন্ধকারে তলিয়ে যাচ্ছে স্বপ্ন,
অকাল বৈধব্যে বরিত সময়ে
অসহায়ত্বের নিঃসীময়তায় হচ্ছে নিমগ্ন।
চির নির্বাসনে নির্বাসিত ভালোবাসা
অপার সম্ভাবনায় পড়ছে যতি,
অন্তহীন কষ্টের কারাগারে বন্ধি
অকালে থেমে যাচ্ছে গতি।
বুকের ভিতর অসীম শূন্যতা
হিমশীতল স্তব্দতায় যাপিত সময়,
কষ্টের ভাগাড়ে বাড়ছে উচ্ছিষ্ট
বেঁচে আছি বড়ই সংশয়।
অকালে ঝড়ে যাচ্ছে সম্ভাবনা
অমিত প্রতিশ্রুতিতে পড়ছে যতি,
থেমে যাচ্ছে অদম্য চঞ্চলতা
ব্যহত হচ্ছে সময়ের গতি।
অসময়ে চলছে সম্ভাবনার মিছিল
গতিময় পৃথিবীতে চলছে ছন্দহীনতা,
অনন্ত প্রত্যাশার পারদে ছেদ
ধরায় নেমে এসেছে মৌনতা।
আসছে সময় যেতে হবে
নাইতো সময় বেশী বাকী,
যেতে হবে সব ছেড়ে
অধীরতায় ডাকছে মন খাকি।
বেঁচে থাকা নিয়ে শঙ্কা
বসে বসে ভাবছি নিরালায়,
আমি দীনহীনে করো দান
রেখো আমায় তোমার প্রার্থনায়।