পাবনায় জোড়া হত্যা কান্ডের প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ শহরে
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা গ্রামে আওয়ামীলীগের দুই পক্ষের দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ২ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে শহরে আজ মঙ্গলবার বেলা ১২ টায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ বাজার এলাকায় স্থানীয় শত শত নারী ও পুরুষ এই বিক্ষোভ কর্মসুচিতে অংশ নেয়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু সাইদ ও সুলতান খাঁ গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পুর্বের রেশ ধরে এ হামলার ঘটনা ঘটে।
বর্তমানে নিহত পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এখন পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের হয়নি।
নিহতরা হলেন সুলতান গ্রুপের, সুলতান খাঁর বাবা উপজেলার ভাউডাঙ্গা আওরঙ্গবাদ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত গয়ের খাঁর ছেলে লস্কর খাঁ (৬৫) এবং একই গ্রামের আহেদ আলী শেখের ছেলে মালেক শেখ (৪৫)। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ হয়ে ফরিদা খাতুন (৩০) ও হালিমা খাতুন (৫০) ।