টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ”পরিবেশগত স্থায়িত্ব পদ্ধতিতে পোশাক সেলাইকরনের জন্য শক্তি খরচ নির্ধারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনাওে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। মূল বক্তা হিসেবে বক্তব্য পাঠ করেন আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের ফ্যাশন ইনিস্টিটিউট অব টেকনোলজি এর সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরানুল ইসলাম (ইমরান)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মোঃ ইকবাল মাহমুদ। সেমিনারে উক্ত বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।