শরীয়তপুরে সংরক্ষিত নারী আসনের আলোচনায় রিনা রানী রায়
সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শরীয়তপুর জেলার তিনটি নির্বাচনী এলাকার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য রিনা রানী রায়। গত মঙ্গলবার তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক মনসুর বাবুর স্ত্রী রিনা রায়ের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হোন তিনি। তখন থেকেই প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেন এ নারী নেত্রী। পরে ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালীন সময় তিনি সয়ক্রিয় ভাবে রাজনীতি শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন রিনা রায় ২০০১ সালে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আভা-শিলু কমিটির সদস্য নির্বাচিত হোন। পরে ২০০২ সালে তাকে সাংগঠনিক সম্পাদক এবং ২০০৬ সালে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একই সময়ে তিনি ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সদস্য হিসেবে নির্বাচিত হন। ছাত্র রাজনীতিতে শেষে ২০১৫ সাল থেকে সেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন রিনা রায়। বর্তমানেও তিনি কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
একাদশ জাতীয় নির্বাচনে প্রচার-প্রচারনার কাজে কঠোর পরিশ্রম করেছেন তিনি। শরীয়তপুরের বিভিন্ন আসনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ছুটে গেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। জনগনকে বুকে জড়িয়ে তাদের নিকট পৌছে দিয়েছেন বর্তমান সরকারের উন্নয়নের বানী।
রিনা রানী রায় বলেন, ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সানিধ্য ও ভালবাসা পেয়েছি। তিনিই আমার অবিভাবক। তিনি যদি আমাকে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব দেন তাহলে জাতির জনকের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাবো।