ঘাটাইলে দুগ্রুপ একই যায়গায় সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে একই জায়গায় দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আজ শুক্রবার (২২ মার্চ) সকালে এই নির্দেশনা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম।
নির্দেশনা থেকে জানাযায়, শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম লেবুর পক্ষে শুক্রবার বিকাল তিনটায় নির্বাচনী সভা ডাকা হয়। একই স্থানে একই সময়ে পাল্টা নির্বাচনী সভা ডাকে স্বতন্ত্র প্রার্থী আনারস (প্রতীক) আরিফ হোসেনও। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও আইন শৃঙ্গলা অবনতির আশংকা দেখা দেয়।
এ পরিস্থিতিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ এলাকার সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে একই স্থানে ও একই সময়ে দুই পক্ষ সভা আহবান করে। এ অবস্থায় ওই স্থানে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।