টাঙ্গাইলে শিক্ষকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলার উদ্যোগে ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম আল মামুন জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।