পাবনা সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা সদর উপজেলার নুরপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা আলাউল কবির, নুরপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রকৃত কার্ডধারী কৃষকরা যাতে গুদামে ধান বিক্রি করতে পারে, কোনো মধ্যস্বত্তভোগী ফড়িয়া, ব্যবসায়ী যাতে সুযোগ না পায় সেদিকে নজরদারি রাখা হবে। আর কৃষকরা বলছেন, তারা উৎপাদন ব্যয় বেশি হওয়ায় তারা ধানের ন্যায্যমুল্য পাচ্ছেন না। বাধ্য হয়ে খাদ্য গুদামে তারা ধান দিচ্ছেন। আগামীতে বিক্রির জন্য ধানা আবাদ করবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
এ বছর পাবনা জেলায় ধান সংগ্রগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯২৬ মেট্রিক টন। আর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৮৬৪ মেট্রিকটন। কার্ডধারী একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান ও সমপরিমাণ চাল কেনা হবে।