ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রবিদাসদের উপর হামলা ও ভূমি বেদখলের অপচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে বিআরএফ-ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গত ২৫ মে, ২০১৯ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রবিদাসদের উপর হামলা ও ভূমি বেদখলের অপচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। অদ্যই (৩১ মে, ২০১৯) শুক্রবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিকেল ৩ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিখিল রবিদাস। বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ-রাজিবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনি দে এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, বিআরএফ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক প্রসাদ রবিদাস, অর্থ সম্পাদক রবিন রবিদাস, বিআরএফ-গৌরীপুর উপজেলা শাখার সহ সভাপতি জীবন রবিদাস, ভূক্তভোগী পরিবারের সদস্য মিনতি রবিদাস। উপস্থিত ছিলেন হামলায় আহত মোহন রবিদাস, লিপী রানী রবিদাস, গুরুপ্রসাদ রবিদাস, শুভ রবিদাস, নির্মল রবিদাস, সূর্যী রবিদাস।
মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ অবিলম্বে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রবিদাসদের উপর হামলা ও ভূমি বেদখলের অপচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, প্রশাসন, জাতীয় মানবাধিকার কমিশন তথা সুশীল সমাজের প্রতি জোর অনুরোধ করেন। একইসাথে অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহেলকে দল থেকে বহিস্কার করতে সংশ্লিষ্ট সংগঠনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
বার্তা প্রেরক-নিখিল রবিদাস, সভাপতি, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ময়মনসিংহ।