গোপালপুরে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত, ৫ কোটি টাকার ক্ষতি
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের পুরাতন পৌরমার্কেট সংলগ্ন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার সকাল ৭টায় একটি কাপড়ের দোকানের বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এতে ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, প্রথমে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকান্ডের উৎপত্তি হয়। পরে মূহুর্তের মধ্যে আশপাশের আরো ৬ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত দোকান গুলোর মধ্যে চারটি হার্ডওয়ার, একটি করে থাই গ্লাস, কাপড় ও জুতার দোকান রয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে প্রথমে গোপালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে টাঙ্গাইল, মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভাতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি আহত হয়ে গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।