“সাবেক ওসি মোয়াজ্জেমকে হাতকড়া কেন পড়ানো হবে না” প্রশ্ন ব্যারিস্টার সুমনের
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে আজ আদালতে হাজির করা হয়।
আদালতে হাজির করার সময় তার হাতে কেন “হাতকড়া” ছিলো না এ প্রশ্ন রেখেছেন সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ফেনীর নুসরাত জাহান রাফিকে থানায় নিপিড়ন করা সাবেক ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করায়। কিন্তু তাকে আদালতে হাজির করার সময় তার হাতে কেন হাতকড়া ছিলো না এ প্রশ্ন রাখতে চাই।
তিনি বলেন, যেহেতু সাধারণ জনগণকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাদের হাতে হাতকড়া থাকে তাই আসামি হিসেবে মোয়াজ্জেমের হাতেও হাতকড়া থাকা যুক্তিযুক্ত ছিলো। যেহেতু তাকে হাতকড়া পড়ানো হয়নি তাই সাধারণ জনগনকেও যেন হাতকড়া পড়িয়ে আদালতে হাজির না করা হয় এমন দাবি রাখছি।
প্রসঙ্গত : অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ওই সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।