রুদ্র ম আল-আমিনি এর কবিতা- কবিতার খাতায় আজো তুমি
“কবিতার খাতায় আজো তুমি ”
রুদ্র ম আল-আমিন
দু’চরণ লিখিবার ছলে
আজো কবিতার খাতা খানি খুলে,
বসে আছি দখিনের কাচারী ঘরে।
ঘনকালো লম্বা কেশে
সেইদিন তোমার মুখমণ্ডল বারবার যায় ঢেকে,
তোবুও চোখ ফেরাতে পারি নাই,,
তোমার রুপগুণে।
কবিতার খাতায় আঁকছি ছবি
হঠাৎ সেইদিন পেন্সিলখানি যায় ভেংগে।
চোক্ষের দুইকোণে বেয়ে
নিমিষেই রক্তকনা,
ফোটায় ফোটায় ভিজেছিল কবিতার খাতাখানা জুড়ে।
আষাঢ়ে মেঘ
হঠাৎ বারিপাত ঘটে গেল, যেনো হৃদয়খানি জুড়ে।
রাত্রী দ্বিপ্রহরবেলা
লন্ঠন হাতে লয়ে, তোমার আঙ্গিনার দোরে
অবশেষে হলো দেখা ।
এরপর বলেছিল আমায় সে,,
“বধুবেশে নেবে কি আমায় তুলে?”
দখিনের কাচারী ঘর আজো রহিয়াছে সেইখানে প’রে,
আমিও আছি কিন্তু,,
কিন্তু সে আর নেই এই ত্রিভুবনের কোনখানে।