ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি “বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার আন্দোলন”র
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অদ্যই “বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার আন্দোলন” এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাব এর সামনে সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন “বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার আন্দোলন” এর আহবায়ক বিশিষ্ট নারী নেত্রী জনাবা রেহানা সালাম।
এসময় নারী ও শিশু ধর্ষণের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক খালেদা ফেরদৌস, সদস্য সচিব নাসরিন সুলতানা, সদস্য দেওয়ান মাসুদা সুলতানা, সদস্য রোটারিয়ান প্রফেসর জাহানারা এস. রাজিয়া মজুমদার ( শিল্পী), কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ( সাবেক) তাহমিনা সুলতানা সাথী, নারীনেত্রী সৈয়দা খালেদা খানম, জহুরা বেগম, নাসিমা আক্তার নাসরিন, জাকিয়া সুলতানা, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাঁ উল্ল্যাহ খান, নাসির উদ্দিন খান, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, বাংলাদেশ ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ আল-আমিন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যা, নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার ব্যাক্ত করেন এবং ধর্ষিতার ছবি মিডিয়াতে না দিয়ে ধর্ষক ও তার পরিবারের ছবি যেন মিডিয়াতে দেয়া হয় সেজন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
বার্তাপ্রেরক-শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।