সখীপুরে বজ্রপাত রোধে তালবীজ রোপন কর্মসূচি উদ্বোধন
আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের সখীপুরে এমএ হামিদ এর উদ্যোগে বজ্রপাত রোধে তালবীজ রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার প্রতিমা বংকী গ্রামের এ তালবীজ কর্মসূচি উদ্বোধন করা হয়। এম এ হামিদ সখীপুর শহীদ ক্যাডেট এর অধ্যক্ষ।
উপজেলা প্রতিমা বংকী তুলা তলা সড়কের পাশে তালবীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলহাজ করিম, ইউপি সদস্য আলতাব হোসেন, সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক জুলহাস গায়েন,উপজেলা ছাত্রলীগের সদস্য রাজিব আহমেদ, অগ্রবাণী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাব্বির প্রমুখ।
এ ব্যতিক্রম উদ্যোগের উদ্যোক্তা এমএ হামিদ বলেন ৮০০ তালবীজ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্বোধন হলেও এ কার্যক্রম চলমান থাকবে। গত বছর আমার নিজ উদ্যোগে প্রায় দুই হাজার তালবীজ রোপন করেছি।