টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার ঘোষিত জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালন করা হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ক্যাম্পাসে ৫ ফেব্রুয়ারি সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. শামীম আল মামুন’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ৫ ফেব্রুয়ারী তারিখকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসাবে ঘোষণা করেছে।