টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা মিছিল
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের অংশ হিসেবে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা সোমবার, ১মার্চ টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা মিছিল কর্মসূচি পালন করে।
মিছিলটি টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক নাফিজুল ইসলাম রানা, সমাজ কল্যাণ সম্পাদক সিয়াম মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফিজ হাসনাত আপেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী, সদস্য আবুল কালাম সিদ্দিকী নিপু, আব্দুল জলিল, মাকসুদ আলী খান, হাসিবুর রহমান তথ্য, ফুয়াদ হাসান, পলাশ মিঞা, ফালাক্ব তাজ, শাফিল শিকদার, সেজান মাহমুদ খান, মনোয়ার হোসেন শান্ত প্রমূখ।
টাঙ্গাইলে জাতীয় পতাকা মিছিল শেষে জেলা শাখার সাধারণ সম্পাদক কেন্দ্র ঘোষিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের নিম্নলিখিত ঘোষণা পাঠ করেন।
ঘোষণাঃ
১. ৩০ লক্ষ শহীদ হত্যা ও ২ লক্ষ নারী ধর্ষণ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে পকিস্তান ক্ষমা চাও।
২. গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না। বাক ও ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা নিশিচত কর।
৩. স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় জাগরণ গড়ে তোল।
৪. ধন বৈষম্য নিরসন কর, সংখ্যালঘু আদিবাসী-নারী-শিশু নিপীড়ন বন্ধ কর।
৫. সর্বস্তরে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত কর।
৬. ঘুষ, দুনীতি, লুটপাট, মানবপাচার, অর্থপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও।