মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-মুখ
মুখ
-মোল্লা মোঃ জমির উদ্দিন
মুখের বেজায় শক্তি
খোদার আমল করি
মনের কথাগুলো বলি
আল্লাহর নামে কসম
বিপদ আপদে করি।
কত জ্ঞানীগুনির
বিচরণ জমিনে দেখি
নিজেকে প্রকাশ করি
মুখ জবানি বক্তৃতা বিবৃতি
গদিতে বসার আকুতি।
সত্যিকারের জ্ঞানীর মোহ
শুনিনাই জমিনে আছে
স্বজাতির ভুল নির্দেশে
কটুকথা শোনাইছে মানুষে
বুঝাতে শুধুই আগেপিছে।
জ্ঞানাধিক্যের প্রমাণ আছে
উপমহাদেশ ভেঙ্গে গেছে
জিন্নাহ নামধারী মুসলিম
প্রমান দেখুন, ফ্রীডম
এট মিড নাইট।
মুখ তো নয় আগ্নেয়গিরি
কথাতেও লাভার উদগিরন
মুখের কথায় চিড়া
ভিজিয়ে রক্ত, তোমাদের
মসনদ শুধুই আমাদের।
করি ধর্মের বারাবাড়ি
ক্ষুদ্র স্বার্থ কিছুলোক
বৃহৎ স্বার্থ জলাঞ্জলি
রক্ত দিয়েও তোমার
মুখে পরবে চুনকালি।
কাজী নজরুল মহাজ্ঞানী
করেছেন জমিনে বিচরন
ঊর্ধ্বাকাশে জায়গা ছিল
মুখ দেখেই বোঝা
যেত সাম্যের জয়ধ্বনি ।