মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ে মারা গেল ঘাটাইলের নাজমুল
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় পিতা সহ দুই ছেলে আহত হওয়ার ঘটনায় ৩ দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সন্ধায় মারা গেল নাজমুল। পরিবার সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল বাছেদ এর ছেলে সোহেল ও নাজমুলের সহিত প্রতিপক্ষ আব্দুল বেলালের ছেলে হৃদয়, মমিন ও মালেকের ছেলে জুয়েল এবং সোহেল এর সহিত চার পাচ দিন আগে খেলার মাঠে কথা কাটি হয় এবং হাতা হাতি হয়। এর জের ধরে প্রতিপক্ষ বেলাল তার ছেলে হৃদয়, মমিন,মালেক এবং তার ছেলে জুয়েল, সোহেল ১৭ আগষ্ট সন্ধায় আব্দুল বাছেদ ও তার দুই ছেলে সোহেল নাজমুলকে রাস্তায় আটকিয়ে মারপিট করে এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সোহেল ও নাজমুলের অবস্হা আশংকাজনক হলে কর্তব্যরত চিকৎসক তাদেরকে উন্নত চিকৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। আহতদের স্বজনরা জানান সোহেল, ও নাজমুল ঢাকার উত্তরায় একটি প্রইভেট হাসপাতালে চিকিৎসারত আছে। নাজমুলেরর অবস্হা আশংঙ্কা জনক হওয়ায় তাকে আইসিওতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্হার অবনতি হলে তাকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্হানান্তর করে। সন্ধায় সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানান নাজমুলের পরিবারের লোকজন।