তানিয়া তাসমিনা’র কবিতা- ভালো আছি
ভালো আছি
-তানিয়া তাসমিনা
-তানিয়া তাসমিনা
আমি আর কাঁদব না
ভাসবো না দুঃখের ভেলায়,
যা গিয়েছে চলে অবেলায়
তাঁকে আর ডাকবো না ওবেলায়,
সূর্যের খড়তাপে বাস্পহীন করেছি হ্নদয়,
চোখ দুটো মরুভূমি
নেই একবিন্দু জল…
তুমি উপেক্ষা করে দিব্যি আছো
হাসি খেলায়,
আমিও বাচতে শিখেছি তোমাকে ছাড়া,
এখন একা একা কফি খেতে মন্দ লাগে না,
বিকেলের আবছা আলোয় হাঁটতে অভ্যস্ত হয়ে গেছি,
রাতের নিস্তব্ধতা সঙ্গী এখন
এই বেশ আছি
ভালো আছি…