শাহিন মামুন এর কবিতা- বাহান্ন

বাহান্ন
-শাহিন মামুন

বাহান্ন! সে তো রক্তাক্ত রাজপথের ইতিহাস।
বাহান্ন! সালাম রফিক বরকত জব্বারের আত্নদানের ইতিকথা।
বাহান্ন! রাজপথের উত্তাল মিছিলের অধিকার আদায়ের স্লোগান।
বাহান্ন! সে তো পলাশির মোড়ে পুলিশের বুলেটের আঘাতে ভাষার দাবিতে
শহীদ হওয়া সালাম রফিক বরকত জব্বারের রক্তের দাম।
বাহান্ন! তুমি আজ বিশ্ব অতিথি। গর্বিত তোমার ২১শে ফেব্রুয়ারি।
বাহান্ন! তুমি আজ শুধু বাংলাদেশের বাঙালির একার বাহান্ন নও।
বাহান্ন! তোমার ২১শে ফেব্রুয়ারি আজ সীমানাহীন,পূর্ব -পশ্চিম, উত্তর -দক্ষিণ।
বাহান্ন! তুমি এসেছিলে বলেই আমরা বাঙালিরা শিখেছিলাম অধিকার আদায়ের পথ
বাহান্ন! তুমি এসেছিলে বলেই আমরা বাঙালিরা পেয়েছিলাম
চুয়ান্ন-আটান্ন আর সত্তর এ বুলেটের পরিবর্তে ব্যালটের অধিকার।
বাহান্ন! তুমি এসেছিলে বলেই আমরা বাঙালিরা পেয়েছিলাম
মুক্তির সনদ বঙ্গবন্ধুর শেখ মুজিবের ছেষট্টির ছয় দফা
বাহান্ন! তুমি এসেছিলে বলেই আমরা বাঙালিরা
রক্তের দামে পেয়েছিলাম পিন্ডি হতে স্বাধীনতা’৭১
বাহান্ন! তুমি এসেছিলে বলেই আমরা বাঙালিরা পেয়েছিলাম
সবুজের বুকে লাল একটি স্বাধীন পতাকা।
বাহান্ন! বেঁচে থাকো তুমি সহস্র বছর এই পৃথিবীর বুকে
বেঁচে থাকুক চেতনা তোমার বাঙালির হৃদয়ে অধিকার আদায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!