কিশোরগঞ্জে বিতরণ হলো হুইল চেয়ার
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আস্থা-৯৩ ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জি. আর. হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, আস্থা-৯৩ ফাউন্ডেশন এর সঞ্চালনায় হাফেজ মোঃ নজরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেলে ৫টায় আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মাহবুব আলম, সদস্য, আহবায়ক কমিটি, আস্থা-৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল আলম শিপলু, ব্যবস্থাপনা পরিচালক, আলমগীর হোসেন সিটি ও সম্মানিত উপদেষ্টা, আস্থা- ৯৩ ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা।
আরও উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান ভুঞা, প্রধান শিক্ষক, আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল, মোঃ আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক (পরিচালক) আলমগীর হোসেন সিটি, অ্যাডভোকেট শামছুল আলম, লুৎফুল কবির, শুভ্র, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, রবিউল্লাহ্ বাতেন, নজরুল ইসলাম প্রমুখ।
১৩ জন দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।