মোল্লা মো: জমির উদ্দিন এর কবিতা- আবাবিল
আবাবিল
-মোল্লা মোঃ জমির উদ্দিন
অল্প ক’দিন আগেই
আবাবিলে পতাকা খুলে
মাটিতে ফেলে দিছে
ইয়াহুদীরা উদবাস্ত
নেট দুনিয়া ঢাক
ঢোলে জানান দিল।
বাকি ছিল কার্যক্রম
তাহাই চলমান আছে
আরবরা একাট্টা হলে
আল আকছাতে
সিজদা নিরাপদ।
এবার হামাছ যেমন
হয়েছে আবাবিল
ইয়াহুদীদের বক্ষ ছিদ্র
চলবেই রাত দিন।
এত দিনতো মনে হত
ব্যবসা ব্যবসা খেলা
গাজাবাসি রক্ত দিত
জিততো হামাছ মিয়া
আর জিততো নেতানিয়াহু।
ইয়াহুদীরা উদবাস্ত
একটা প্রদেশ দিতে পারে তারা
শয়তানিটা ছাড়তে নারাজ
মুসলমানের গোদের উপর
থাকুক বিষ ফোড়া।
হিটলার বেটা পাবেই ধন্যবাদ
ছয় লক্ষ ছাইটা
দিয়ে করেছে বাজিমাত!
মানবতার ব্যবসা করে যারা
এগিয়ে আসেনা কোন শালা
প্রতিবাদটা এখানে কর
নোভেল পাবার সুজোগ
হয়ে যায় হাত ছড়া।
থাক বাবা তোরা
আসতে হবে নারে
মানবাধিকার ধুলায়
মিশায় যারা হাতে
হাত রেখে থাকো একসাথে
হাজার হাজার আবাবিল
উড়ছে ইজড়াইলের আকাশে।