স্মার্ট পাবনা বিনির্মাণ ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ও স্মার্ট পাবনা বিনির্মাণে পাবনা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল।
পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. আরেফা খানম শেফালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
এসময় পাবনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন কনক, রাবেয়া খাতুন সুমি, সাংগঠনিক সম্পাদক রুবিয়া খাতুন রোজী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, সাধারণ সম্পাদক শিউলি আক্তার শাম্মীসহ পাবনা যুব মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।