মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- কষ্টে আকুতি
কষ্টে আকুতি
-মোহাম্মদ গোলামুর রহমান
ভাঙা হৃদয় কেঁপে ওঠেছে
এই পৃথিবীর তরে
কেমন করে আপনজনেও
আঘাত করে সরে!
আপন আপনা ভেবে যাকে
বুকে দিয়েছি ঠাঁই
সেই পাষাণের বিষাক্ত বিষে
অন্তর পুড়ে ছাই!
মনের এক কোনায় ঢুকে
কষ্টটা ধরছে কষে
ক্লান্তিহীন কাঁটছে সময়
কড়া নাড়ছে বসে।
আশার মুকূলগুলি ঝরে
হতাশ করে আমাকে
মনের অজান্তে স্বপ্নরা সব
ঘুরে উল্টো দিকে।
আহত হৃদয় প্রভুর দুয়ারে
কেঁদে উঠে বলে
আর চাইনা পড়তে কারো
প্রতিহিংসার ছলে!