মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- রক্তে ভেজা একুশে
রক্তে ভেজা একুশে
-মোহাম্মদ গোলামুর রহমান
প্রভাতফেরী আজও দেখি
ফুলের ছড়াছড়ি
ভাষার তরে জীবন দিলো
সেই ইতিহাস পড়ি।
বিন্দু বিন্দু করে বাঙালি
ভিত করে শক্ত
ভাষার জন্য বাংলার ছেলে
ঢেলে দিলো রক্ত।
একুশ আসে বছর ঘুরে
জাগে সারা দেশে
বাংলা মায়ের ত্যাগের কথা
থাকে অমর বেশে।
একুশ এলো ভাষার তরে
লাখো প্রাণের গানে
জীবন দিয়ে শহীদ ছেলের
ভাষার স্মৃতির দানে।
সেই চেতনা কেমনে ভুলি
বাংলায় কথা বলে
কেড়ে নিলে মুখের ভাষা
মানবো না কোন ছলে!