মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- আকুতি আমার
আকুতি আমার!
____মোহাম্মদ গোলামুর রহমান
দয়াময় পরওয়ারদিগার
রাহমানির রাহিম
মুছে দাও সব পাপ আমার
তব ক্ষমতা অসীম।
বুকভাঙা আত্মচিৎকার
আঁখি ছলছল
ভয়ে কাঁপে মনোভূমি
কাঁদে পাপীর দল।
নিরব নির্জনে কাঁদো মন
দন্ডায়মান আসামি
তোমার করুণা ভিক্ষা চাই
ওগো অন্তর্যামী।
জানাঅজানা ভুলের মাঝে
চলমান জীবন
ধমকা হাওয়ায় কখন জানি
নিভে যাবে কিরণ।
অজান্তেই হারিয়ে যাবো
গহীন অন্ধকারে
ভয়াবহ সেই দিন আসবে
নিয়ে যেতে পরপারে।
তুলি হাত করি মোনাজাত
লজ্জা ভয়ের সাথে
খালি হাতে ফিরিয়ে দিও না
প্রভু, নিশি রাতে।