নুর কিবরিয়ার কবিতা-একজন ব্যথিতের কথা
একজন ব্যথিতের কথা
——————— নুর কিবরিয়া (পলাশ)
মহান মুক্তিযুদ্ধে অসংখ্য নারী-পুরুষ
স্বাধীনতা বিরোধীদের হাতে হয়েছে লাঞ্ছিত, হারিয়েছে জীবন,
উৎসর্গ করে দিয়ে গেছে তাঁরা বাংলার স্বাধীনতা
তারপরেও আমাদের জীবনে কেন পরাধীনতা?
বিনিময়ে আজ আমরা হয়েছি অবহেলিত,
হয়েছি সুন্দর জীবন থেকে বঞ্চিত
এখনও জুটেনি আমাদের ভাগ্যে সুন্দর একটা মন।
৭১’এর সুবিধাবাদী ষড়যন্ত্র কারীদের
লাথি খেয়ে পড়ে থাকি ফুটপাতে
ভাবে না কেউ এতোটুকু আমাদের নিয়ে
জীবন চলে আমাদের কতো সংঘাতে।
ওরা এখন আমাদের করুনা করে
রাস্তার কাঁটা আর ঝঞ্ঝাট বলে,
কিন্তু আমরা জানি একটা কথা শুধুই
“আমাদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়ে
আজ ওদের বিলাসিতার জীবন সংসার চলে”।
তবু আমরা চাই না এতোটুকু কিছু,
কেন করব তবে অপরাধীর কাছে মাথা নিচু?
সমাজের কাছে আমদের একটাই আবেদন-
চাই শুধু একটা নিশ্চিত বেঁচে থাকার জীবন
চাই হাত জোড় করে – সকলের সুন্দর একটা মন।