a2i নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক পাবনায় ক্যাসকেডিং কর্মশালা
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল পাবনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যেগে আঞ্চলিক নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক ক্যাসকেডিং কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনা রিজিয়ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, কর্মশালায় উপস্থিত ছিলেন সাইফুন্নাহার, বিএমডিএ পাবনা জোনের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী, বিএমডিএর চাটমোহর জোনের মোহাম্মাদ কামরুজ্জামান, সহকারী প্রকেশলী, সিরাজগঞ্জ জোনের, মোঃ সাইফুল ইসলাম, আর এম একাডেমির সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোবাইল ভেন্ডিং ডিলার, পাবনা, মোঃ জাভেদ আখতার হোসেন, মোবাইল ভেন্ডিং ডিলার, পাবনা, মোঃ লিটন আলী, কৃষক, ধর্মগ্রাম, পাবনাসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বরেন্দ্র কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও কৃষকবৃন্দ।
এ কর্মশালায় প্রধানমন্ত্রীর a2i নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক
পাবনায় ক্যাসকেডিং কর্মশালা প্রোগ্রামের আওতায় নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক ক্যাসকেডিং কর্মশালার মাধ্যমে অতি সহজে কৃষকের মাঝে সেচসুবিধা প্রদানের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়।