মনোয়ারা কুমু এর কবিতা- জীবন সংগ্রাম
জীবন সংগ্রাম মনোয়ারা কুমু রঙহীন জীবনের কত রঙ; সাদা কালো নীল বেগুনি ছাই ধূসর, আরও কত কত রঙ বাহারী রঙ বিস্তর । এইটুকু পথে বহু রঙ দেখেছি; সোনালী গেরুয়া বাদামী, স্বপ্ন রঙের সাথে কষ্ট রঙের মিলন খেলায় ভাঙ্গনের রূপ দেখেছি আমি, দেখেছি বিশ্বাস রঙে ঘাতকের হাতছানি । দেখেছি সোনালী সারথির বুকে ধূসর রঙের পায়চারী । ফিকে হয়ে যাওয়া জীবনের রঙে আমি পথ খুঁজেছি পথহীন পথিকের মতো । আমি পূর্ণ শশীর ধবল জোছনায় আঁধার নামতে দেখেছি, অমানিশার হাত ধরে ক্রোশ ক্রোশ পথ হেঁটেছি । প্রাণবন্ত তারুণ্যের বিমর্ষতায় আমি দেখেছি নির্বাক পৃথিবী,
Read more







