মাদক মুক্ত খানসামা গড়ার প্রত্যয়ে T20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মাদক ও জঙ্গিবাদ মুক্ত খানসামা গড়ার প্রত্যয়ে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ২১ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান। উদ্বোধনী খেলায় ১নং আলোকঝাড়ী ইউনিয়ন একাদশ বনাম ৬নং গোয়ালডিহি ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় আলোকঝাড়ী ইউনিয়ন প্রথমে ব্যাট করে তাদের সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ৬নং গোয়ালডিহি ইউনিয়ন একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। আজ বিকেল ৩.০০ টায় অন্য খেলায় ২নং ভেরভেরী বনাম ৫নং ভাবকী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে । খেলায় ২নং ভেরভেরী তাদের সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে ৫নং ভাবকী ২ ইউকেটে ৯৮ রান করে জয়ী হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন প্রধান বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদক মুক্ত খানসামা গড়ার যে উদ্যোগ নিয়েছেন, তা নি:সন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, ১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ.স.ম আতাউর রহমান, ৬ নং ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ এবং প্রধান আম্পায়ার হিসেবে শাহ আলম বুলবুল ও সহকারি আম্পায়ার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

Bhupen_news_2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!