সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-অজয় হৃদয়
অজয় হৃদয়
— সেলিনা জাহান প্রিয়া
চলে রাত্রির অন্তরে অজস্র তারা ঝলমল খেলা
কতো বৈচিত্রতা সময়ের পরিক্রমে জীবন ভেলা,
সৌরজগৎ ঘিরে আছে দূর অন্ধকার সেতো জানি,
রূপান্তর ঘটে মনের নয়নে আলোকের নেশা তাই-
হেঁটে বাড়ি ফিরি যখন মসৃণ রাস্তায় একাকী কবি
সেই যাত্রাপথে অলঙ্কৃত তোমার বাঁশির সুর অরন্য
স্পর্শে তোমায় ছুঁয়ে থাকি সুরের সাথে শরীর মন
যে শুদ্ধতম স্পন্দনে লজ্জ্বিত হওয়া যায় তোমাতে,
আত্মমগ্ন স্নায়ুবিক অস্তিত্বে প্রিয় হয়ে ওঠার পূর্বশর্ত
আকাশ জুড়ে তারার মালা মিটিমিটি করে জ্বলে,
চাঁদের আলো জোছনা ঝরায় অজয় হৃদয় কুটীরে।
কবিহৃদয়ের এই মানুষ আজও জানল না মানুষ হতে
আমি জড়, নিথর, আমি নিরব দূর আকাশের নক্ষত্র
হয়তো এটাই আমার প্রেম সময়ের সাথে আলিঙ্গন।
কবিতা গুলো যখন খুব জীবন্ত হয়ে ওঠে হৃদয়ে
মৃত্যু আর উপেক্ষায় সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়।
চলে রাত্রির অন্তরে কালপ্রবাহের অনন্ত গন্তব্যে প্রেম
চলে যাই কালান্তরের অসীমে শূন্যতার কৃষ্ণগহ্বরে!!
কৃষ্ণগহ্বরে আলো নেই, জীবন নেই, স্পর্শ নেই
নেই মায়া মমতার স্পন্দন কেবল স্বয়ং অন্ধকার।
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে
কবির মাঝে হৃদয়ে কিছু দুঃখ কিছু তাপ কিছু শােক
কিছু কবিতার নির্যাস এসব নিয়েই হৃদয়ের শুদ্ধতম
সৌরজগৎ প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন অনন্ত গহ্বর।