দিনাজপুরের খানসামায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অটিজম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (৩ এপ্রিল) সকালে দিনাজপুর জেলার খানসামায় আলহাজ্ব দলিল উদ্দিন চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও ১০ম প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকালে ওই বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী, দুহশুহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী, ইউপি সদস্য কাছুমদ্দিন, ইউপি সদস্যা মালেকা খাতুন ও জাকির হোসন চৌধুরীসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ জিন্নাত হোসেন চৌধুরী। এতে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, দেশাত্মবোধ গানের প্রতিযোগিতাসহ কয়েকটি ইভেন্টে প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর পরে প্রতিযোগিতায় উত্তীর্ণ ২১ জন শিক্ষার্থীকে বিশেষ পুরষ্কার এবং বাকিদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হক সাজু বলেন, অটিজম কোনো রোগ নয়। এটি একটি মানসিক অবস্থা। অটিস্টিক শিশুর সাথে পরিবারেরর অন্য সদস্যদের মতোই স্বাভাবিক আচরণ করতে হবে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম তার বক্তব্যে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রী ও তার কন্যার নির্দেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মূল স্রোতধারায় আনার জন্য কাজ করছি।