দিনাজপুর-বিরল সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুর-বিরল স্থল বন্দর সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, ১১ কিমি হতে ১৫ কিমি এলাকার ওই সড়কে নিম্নমানের কাজ চলায় রামপুর বাজারে একটি ব্রীজ দেবে যায়। ফলে, দিনাজপুর সওজ কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে ব্রীজের উপর পাথর-বালু ফেলে সড়কের লেভেল করতে গিয়ে এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে এবং কাজ আটকে যায়। এলাকাবাসীর অভিযোগ, সওজ নিম্নমানের বিটুমিনের সাথে কেরোসিন তেল মিশিয়ে সড়কের নির্মাণ কাজ করে। এ ব্যাপারে, সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অভিযোগ আমলে নিচ্ছে না।
এলাকাবাসীর দাবী সিমেন্ট দিয়ে ঢালাইকৃত ব্রীজেরউপর পাথর-বালু দিয়ে সড়ক নির্মাণ করা হলে ব্রীজটি রক্ষা হবে কিভাবে? এছাড়াও ওই সড়কে নিম্নমানের বিটুমিনের সাথে প্রকাশ্যে কেরোসিন তেল মিশিয়ে কোনমতে কার্পেটিং ও সিলকোড কাজ করা হচ্ছে। কাজ অনুযায়ী ১২ কিমি সিলকোড করার কথা কিন্তু তা করা হচ্ছে না, যার ফলে নীচের কার্পেটিং এর বড় পাথর সড়কের অনেক জায়গায় বের হয়ে গেছে। এ ব্যাপারে সওজ এর নির্বাহী প্রকৌশলী সুশিল কুমার সাহার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক নির্মাণে বিটুমিনের সাথো ৩০-৩৫ ভাগ কেরোসিন মিশ্রন করতে হবে। আর যদি ব্রীজ দেবে যায়, তাহলে বালু-পাথর দিয়ে সড়কের লেভেল করে দেয়া হবে। এদিকে এ ব্যাপারে এলাকাবাসী উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।