অনেকেই হয়তো জানেন না, মদ্য পানের আগে গ্লাসে-গ্লাসে ঠুকে নিতে হয় কেন?
জানা-অজানা ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আমরা সুরাপানের আগে গ্লাসে-গ্লাসে ঠুকে ‘‘চিয়ার্স’’ বলে নেই। কিন্তু কখনও ভেবে দেখেছেন, গ্লাসে-গ্লাসে ঠোক্করে এ কীসের উল্লাস?
ইতিহাস কী বলছে? ইতিহাসবিদরা মনে করেন, অতীতে বিষ খাইয়ে মেরে ফেলার প্রথা চালু ছিল। তাই তখন গ্লাসে-গ্লাসে ঠুকে নেওয়া হত যাতে এক পাত্র থেকে আর এক পাত্রে পানীয় ছলকে পড়ে। পরস্পরের প্রতি বিশ্বাসের প্রতীক হিসেবে এই কাজটি করা হত বলে মনে করা হয়।
এর একটি আধুনিক ব্যাখ্যাও আছে। বলা হচ্ছে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে যাতে সুরাপান উপভোগ করা যায়, তার জন্যই এই ঠোকাঠুকি। সাইট, স্মেল, টেস্ট অ্যান্ড টাচ। এই চারটি জিনিস বোঝানো হয় গ্লাসে-গ্লাসে ঠোকাঠুকিতে।