সেলিনা জাহান প্রিয়ার কবিতা- অন্তহীন অপেক্ষা

 

অন্তহীন অপেক্ষা
————— সেলিনা জাহান প্রিয়া

 

একটা নতুন দিন আসে ,না জানি কোন বার্তা নিয়ে সাথে
দিনের শেষে নিজের কাছে নিজেকে সেই অচেনাই মনে হয়
আমার অন্তহীন প্রতীক্ষার শেষে কত কিছু হারিয়ে যায়
ডাইরির পাতাগুলো না জানি কোন বার্তার জন্য অপেক্ষা !
এই বৃষ্টি ভেজা ঘুম ভাঙ্গা ভোরে তোমার জন্য আমি একাই
সাত সমুদ্র পার করে এসেছি তোমার কাছে নিজেকে হারিয়ে !
একটা করে দিন যায়,নিজেকে হারিয়ে হাতরে খুজেঁছি তোমায়
জীবন থেকে আর একটা দিন যায় ভুলে যাই হিরোশিমার প্রলয়
কত কিছু হারিয়ে যায় অকপটে ফুটে চলে মিথ্যার বুলি !!
অনুভুতি গুলো মনের লকারে হয়েছে অনেক দিন বন্ধ
শহরের কংক্রীটের নিজের স্বত্বাটা যেন হারিয়ে ফেলেছি আমি
বিশ্বাসঘাতকতার বিষে পূর্ণ হয়েছে এই শরীরের প্রতিটা রন্ধ
তবুও আমি স্বপ্ন দেখি মনের অতল গহ্বরে সাথে সোঁদা মাটির গন্ধ !
হয়ত কোন এক পরন্ত বিকেলে আলো-আধারিতে যাব ফিরে তোমার কাছে
তোমার দেয়া কথা গুলো আমাকে কিছু শিখিয়েছে হউক সেটা মিথ্যা
না !একেবারে শেষ হয়ে গেছি বলবো না,ঘুরে দাঁড়াতে শিখেছি আজ
তুমি যদি ভুলে গিয়ে , হারিয়ে গিয়ে বাচতে পার তবে আমি কেন না !!
ভুলে যেতে হবে বুকের ভেতর এক মানবীর উদাম নৃত্য নাচের খেলা
সকল কষ্ট,এ নিষ্ঠুর পৃথিবী,আর্তনাদ ভুলে যাই ভালবাসার বিপরীতে,
চলো একটা পৃথিবী তৈরী করি,যেখানে তুমি জড়িয়ে আছো বুকপাঁজরের ।
তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে ছায়া হয়ে
তোমাকে ভুলে যেতে হলে পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে ভুলে যেতে হবে !
অনেকগুলো স্মৃতি শত শত চুম্বনকে ভুলে যাব কি? যা হৃদয়ে লেপটে আছে ।
আমিই তোমার নকশী কাথার মাঝে লুকিয়ে থাকা না পড়া কত কথা
তোমার মনেতে আমার স্বপ্ন ঘুমিয়ে নকশি বালিশের চোখের কাজলে
আমি হয়ে শুনতে যদি গান দেখতে সকল গানের চরন তুমি শুধু তুমি !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!