“অপেক্ষা”
“অপেক্ষা”
রুদ্র ম আল-আমিন
পথে একজন দাড়িয়ে আছে
অপেক্ষায়,
আমার কি সকাল হবে,
বন্ধু,,
কোন পথে যাবো?
যদি ভুল করে যাই,তোমার কাছে!
ফিরিয়ে দেবে??
আমিও যে অপেক্ষায়,
এ পথ মাড়াতে পারি না…
কবেকার কথা বলবো আমি?
আজো সে অপেক্ষারত।।
নিশাচরী,,,
আমার কি সকাল হবে?
প্রিয়,
কেন রাত্রি এত আলো জলমল করে
আরও একবার বলো না আমায়।
আমি তো পথেই অপেক্ষারত।