ঘাটাইলে পৌর মেয়রের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ ব্যবসায়ীদের

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পৌরমেয়রের কর্মকান্ডে অতিষ্ট হয়ে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় ঝড়কা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন বরাবর অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ পত্রে ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘাটাইল ঝড়কা বাজার ভানীকাত্রা মৌজায় ২৬ দাগে ছোট বড় মিলে প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ৩০বছর যাবত সকাল-বিকাল বাজার বসায়। পাশেই সেনানিবাস থাকায় ঝড়কা এলাকায় শতশত অবসরপ্রাপ্ত সৈনিক ও স্থানীয়রাই এই বাজার পরিচালনা করে আসছে। বর্তমান মেয়র দায়িত্ব নেয়ার পর বন বিভাগের জমিতে বহুতল ভবন করবে বলে দোকান ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। পরে গোপনে সমিতির সদস্যদের পৌরভবনে ডেকে নিয়ে প্রতি দোকান থেকে ১ হাজার করে টাকা দাবি করেন। ব্যবসায়ীরা শেষ পর্যন্ত মাসে ৪শ’ করে টাকা দিতে গেলে মেয়র লিখিত ছাড়া টাকা নিতে চায়। কিন্তু ব্যবসায়ীরা লিখিত ছাড়া টাকা না দিয়ে ফেরত চলে এসে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
add2এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সৈনিক আব্দুল খালেক বলেন, ‘কিছুদিন পূর্বে মেয়র ঝড়কা বাজারে এসে বহুতল ভবন নির্মাণের কথা বলে সমস্ত দোকান ভেঙ্গে দেয়া হবে বলে হুমকি দেয়। পরবর্তীতে মেয়রের লোকজন এসে ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের পৌর অফিসে নিয়ে যায় এবং প্রতি দোকান থেকে মাসে ১ হাজার টাকা দিতে বলেন। তা না হলে দোকান ভেঙ্গে ফেলার হুমকি দেয়।’
এ বিষয়ে চায়ের দোকানদার কবির হোসেন  জানান, দোকান ভাড়া, খাজনা দ্বিগুণ, অপরদিকে মেয়রের মাসে ১ হাজার টাকা দাবি- এ অবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াব? সরকারের নিকট দাবী মেয়র কর্তৃক এই হয়রানি থেকে আমরা পরিত্রান চাই।’
ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের আনিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঝড়কা বাজারের সকল দোকানদার অবৈধ, আমি তাদের কাছে কোন চাঁদা দাবী করি নাই। আমার বিরুদ্ধে তারা মিথ্যা, বানোয়াট অভিযোগ করেছে।’
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, ‘ঘাটাইল পৌরসভার মেয়রের বিরুদ্ধে ঝড়কা বাজারের ব্যবসায়ীদের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!