মোহাম্মদ সজল এর কবিতা- আকাশ বিলাস

 

আকাশ বিলাস

————– মোহাম্মদ সজল
আকাশ খুঁজে খুঁজে অনেকদিন আমি
একাই হেঁটেছি
তাঁবুহীন নির্মম রোদে গলেছে
জ্যোৎস্নাস্নাত স্বপ্নের মোমবাতি।
.
ইচ্ছেরা ফিরে গেছে সলাজে, বুকে
ভালোবাসা নিয়ে কত যে নত
হয়েছি-
সে কথা ঐ আকাশ জানে।
জ্বোনাকিরাও জেনে গেছে কতটা
মেঘ জমে
ঘুম আসেনা নরম বৃষ্টির রাতে বিষন্ন
চোখের পাতায়।
.
আমি জানি, ভালোবাসায় নত হতে
হতে
এই গলিত জীবন একদিন আকাশ ছুঁয়ে
যাবে, সকাল আসবে চড়ে ঐ পঙ্খীরাজ
ঘোড়ায়।
.
তোমাকে ছুঁতে পারেনি; কিন্তু এই
ভালোবাসায় কালো হয়ে গেছে
শ্রাবণের সমস্ত আকাশ-
চলে গেছে রাত, বুকে নিয়ে তেষ্টার
পাহাড়;
তবু আমি আকাশই খুঁজেছি..
চোখে নিয়ে পৃথিবীর সমস্ত
বর্ষাকাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!