অয়ন সাঈদ এর কবিতা-আকাশে জন্মদাগ
আকাশে জন্মদাগ
——————-অয়ন সাঈদ
শেলির অতিন্দ্রিয়বাদ পাঠের আসর শেষে
রোমাঞ্চকর সমুদ্র যাত্রা, সোনালী সৈকতে-
পাতালের শয়তান ও আমি নিভৃতে মুখোমুখি বসি;
সূর্যাস্তের পরিশ্রমি ঢেউয়ে তখনো
ইস্কাপনের রাণীর পায়ের ছাপ মুছেনি।
বিষন্ন নদীর যাযাবর কচুরীপানায়
ডাহুকের পায়ে ভর করে সন্ধ্যা এলে,
আমাদের ঘিরে ধরে-
রাণীর অশুভ বলিরেখার বয়সী দাপট,
তাবুতে করে নিয়ে যায় সার্বভৌমত্ত্ব।
রাণীর গোপন তিলকের মতোই
কালো চাঁদ মনে হয় আকাশের জন্মদাগ,
প্রহসনে পৃথিবীর টেবিলে আমাদের পড়ে যাওয়া ভুল তাসে
ক্রমশ রাণীর হাতের চুঁড়ি সার্কাসের রিং হয়ে যায়, নাচায়!