আত্ম প্রকাশ করতে যাচ্ছে “Dhaka University Apparels & Textile Forum” নামে সংগঠন
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“Dhaka University Apparels & Textile Forum” নামে নতুন একটি সংগঠন গড়ে তোলার জন্য আজ একটি জমায়েত অনুষ্ঠিত হয় বনানীর স্টার কাবাব রেস্টুরেন্ট এ। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে কাজ করছে তাদের এক প্লাটফর্মে এনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে নিজের ও পেশার সহযোগিতা সম্প্রসারণকে সামনে রেখে গঠিত হচ্ছে এ সংগঠন ।
এ সংগঠনের উদ্যোক্তারা জানান গার্মেন্টস সেক্টর এখন বাংলাদেশের একক বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এ সেক্টরে কর্মসংস্থান তৈরি করছে লক্ষ লক্ষ বেকারের। অথচ দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পদচারনা তুলনামূলক কম।
এক সময় গার্মেন্টস সেক্টরকে দেখা হতো শ্রমিকদের কর্মক্ষেত্র হিসেবে যা ছিল অবহেলিত। কিন্তু বর্তমানে দেশ বিদেশের অনেক দক্ষ লোক কাজ করছে এবং বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। তাই এ সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারও এখন গর্বিত অংশীদার।
নবগঠিত এই সংগঠন এ সেক্টরে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টগণ আশা করছেন।