আত্মত্যাগের কোরবানি
আত্মত্যাগের কোরবানি
– সাকিব জামাল
জিলহজ্ব মাসের দশ তারিখে এলো কোরবানি ।
আত্মত্যাগের শিক্ষা দিলেন আমার রব্বানি ।
আত্মশুদ্ধির শিক্ষা দিলেন আমার রব্বানি ।
জিলহজ্ব মাসের দশ তারিখে এলো কোরবানি ।
হুকুম দিলেন তিনি, প্রিয়ধন করো কোরবান
ইব্রাহীম ভাবে প্রিয় সে তো আপনও সন্তান,
রবের আদেশে ইসমাইলও হয়ে যায় রাজি
তাকওয়া দেখে খুশি হন প্রভু রব্বানি ।
হুকুম হলো মানুষ নয়, পশু দাও কোরবানি!
এ যে আমার মহান রবের মহা মেহেরবানি ।।
সচ্ছল হলে করো তুমি এ হুকুম পালন
খোদার হক আদায় করো তুমি ঠিক মতন,
গরীবের দিকে তাকাও হে সচ্ছল মুসলমান
মোহ ত্যাগ বাড়াবে তোমার তাকওয়া-ঈমান ।
পশুর সাথে মনের পশু যদি করো কোরবানি,
এনে দেবে সমাজে- সবার সুখের দিনখানি ।।