দিনাজপুরে আদিবাসি ছাত্র পরিষদের মানববন্ধন পালন
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে আজ ৪ মে রোববার ঘন্টাব্যাপী প্রেসক্লাব সামনে সড়কের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। ঘটনার বিবররনে জানা যায়, পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আদিবাসি ছাত্রপরিষদের কর্মসূচীকে সমর্থন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উক্ত সমাবেশে অংশগ্রহন করে।
মানববন্ধন কর্মসূচীতে আদিবাসি বক্তারা হামলাকারী দূর্বৃত্তদের গ্রেফতার পূর্বক অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানায়। এছাড়া সারাদেশে ছড়িয়ে ছিটিয়ো থাকা আদিবাসীদের উপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পাশাপাশি গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম, দিনাজপুরের হাবিবপুরসহ সারাদেশে উচ্ছেদ হওয়া আদিবাসীদের ক্ষতিপুরন প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিতর মুর্মু, সহ-সাধারণ সম্পাদক রানী হাসদা, নীরেন হাসদা, রুবেল টুডু, লাবু বেসরা, জাতীয় আদিবাসী পরিষদের শিবানী উড়াও, আলবার্ট টুডু এবং দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের নেতা জামিরুল ইসলাম ও খন্দকার আশরাফুজ্জামান।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।